সাইফুল ইসলাম:
নাশকতার প্রস্তুতিকালে চারজনকে পেট্রোলবোমা ও ককটেলসহ গ্রেফতার করেছে র্যাব। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে র্যাব-১০ এর একটি দল ডিউটিকালে জানতে পারে- একদল দুর্বৃত্ত যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিসংযোগসহ নাশকতারমূলক কর্মকান্ডের জন্য অবস্থান করছে। এমন সংবাদে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালায় র্যাব।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, অগ্নিসংযোগ ঘটানোর প্রস্তুতিকালে র্যাব সদস্যরা ৪ জন নাশকতাকারীকে গ্রেফতার করে। তখন তাদের হেফাজত থেকে পেট্রোলবোমা ও ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রাতেই সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলেও জানানা র্যাব-১০ এর অধিনায়ক।