যুক্তরাষ্ট্রে এক বছরে ৭৪ হাজার অভিবাসী গ্রেপ্তার করে আইসিইর রেকর্ড
নিজেস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থবছরে অভিবাসীকে গ্রেপ্তারের রেকর্ড গড়েছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। নানা অপরাধের কারণে এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) কর্মকর্তারা এ সময় ৭৩ হাজার ৮২২ জন অভিবাসীকে গ্রেপ্তার করে ইতিহাস সৃষ্টি করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২ লাখ ৯০ হাজার ১৭৮টি অভিযোগ ও দোষ স্বীকারের রেকর্ড রয়েছে উল্লেখ করেন আইসিই। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিই সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া প্রতি ব্যক্তির নামে গড়ে কমপক্ষে চারটি অভিযোগ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ ছিল ৩৩ হাজার ২০৯টি হামলার মামলা, ৪ হাজার ৩৯০টি যৌন অপরাধ, ৭ হাজার ৫২০টি অস্ত্র সম্পর্কিত অপরাধ, ১ হাজার ৭১৩টি হত্যার অভিযোগ বা দোষ স্বীকার এবং ১ হাজার ৬৫৫টি অপহরণের মামলা।
এদিকে, যুক্তরাষ্ট্রে নানা অপরাধের কারণে ছয় দেশের ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। কলোরাডো রাজ্যের বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) ডেনভারের কর্মকর্তারা গত বছর ৯-২০ ডিসেম্বর ডেনভার শহর ও কাউন্টিতে পরিচালিত এক অভিযানে ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেন। এদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ বা পূর্বে অপরাধমূলক দোষ স্বীকার করার রেকর্ড রয়েছে।
ইআরও ডেনভারের ভারপ্রাপ্ত ফিল্ড অফিস ডিরেক্টর কেলি ওয়াকার বলেন, আমরা আইন প্রয়োগ ও আমাদের সম্প্রদায় রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল রয়েছি। কোনো বাধাই আমাদের মিশন থেকে সরাতে পারবে না। আমরা সৎভাবে আইন প্রয়োগ করব এবং প্রতিটি সুযোগে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করব।
অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ১৫ জন মেক্সিকান নাগরিক, ২ জন করে এল সালভাদর, হন্ডুরাস, ১ জন করে গুয়াতেমালা, কলম্বিয়া ও ভেনিজুয়েলা নাগরিক। এই ব্যক্তিরা গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অপরাধগুলোর মধ্যে রয়েছে- নাবালকের অবৈধ কাজে সহায়তা (ফৌজদারি), যৌন অপরাধ, শিশু নির্যাতন-অবহেলাজনিত গুরুতর শারীরিক আঘাত, শিশুর প্রতি যৌন আক্রমণ, ভবন চুরির অপরাধ, গ্যাং-সংক্রান্ত অপরাধ, একজন সন্দেহভাজন ট্রেন দে আরাগুয়া গ্যাং সদস্য, যিনি হত্যা, গুরুতর আঘাত, চারটি ফৌজদারি হামলার অভিযোগ এবং ডাকাতির জন্য অভিযুক্ত। তাকে ৫ হাজার ডলার বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল এবং বর্তমানে সে গ্রেপ্তারি পরোয়ানার অধীনে রয়েছে।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে মনোযোগ দিচ্ছে আইসিই।