যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের আল্ট্রিয়া থিয়েটারের বাইরে গতকাল মঙ্গলবার বন্দুকধারী এক হামলা চালায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ডে এক হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেইসময় শত শত ব্যক্তির ওপর গুলি চালায় বন্দুকধারী।
পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন ১৯ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তির বয়স ১৮ ও ৩৬ বছর।
তবে নিহতরা ছেলে ও বাবা কি না- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এ ছাড়া গুলিবিদ্ধ ৩১ বছর বয়সী একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
তবে আহত আরও চারজন যাদের বয়স ১৪, ৩২, ৫৫ এবং ৫৯ বছর তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে।