ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়ে আবার হোয়াইট হাউসে ফিরছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে তিনি দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেবেন।
বিবিসি সংবাদদাতা বার্নড ডেবুসম্যান জুনিয়র লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর অবৈধ অভিবাসীদের অনেকে তাদের ভয় আর অনিশ্চয়তার কথা বলেছেন। তাদের ভয়- ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেককেই নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।
হোমল্যান্ড সিকিউরিটি ও পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটিরও বেশি বৈধ কাগজপত্রহীন অভিবাসী আছে। তেমনি একজন গ্যাব্রিয়েলা। তিনি বলিভিয়ার চোরাচালানীদের গাড়িতে করে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি এখন ক্লিনারের কাজ করেন। তিনি তার ভয়ের কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, এখানে আমরা যারা আছি তাদের বেশিরভাগেরই কাগজপত্র নেই। তিনি (ট্রাম্প) কী করবেন তাতো পরিষ্কার করে বলেছেন। আমার মনে হয় তারা কর্মস্থল থেকেও লোকজনকে ধরে নিয়ে যাবে।
অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রে বাস করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কর্মসূচি বাস্তবায়নে কোনো দামই খুব বেশি চড়া নয়।
তিনি ক্ষমতায় বসেই গণহারে অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলে জানিয়েছেন।
এদিকে ট্রাম্পের জয়ের কারণে হতাশ হয়েছেন ফিলিস্তিনিরাও। তাদের ভাষ্য, ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে ট্রাম্প। তাই তারা সহসাই যে গাজায় যুদ্ধ বন্ধ হবে- সেই ভরসাও পাচ্ছেন না।