যুক্তরাষ্ট্রে সেতু বিধ্বস্ত: উদ্ধার হলো আরেকটি মরদেহ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ 

একটি কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি সেতু আংশিক ভেঙে পড়ে ২৬ মার্চ। এরপর তিনজনের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছিল। এরপর সোমবার (১৫ এপ্রিল) আরেকটি মরদেহ পাওয়া গিয়েছে। খবর- বিবিসি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুতে সজোরে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। এ সময় সেতুর একাংশ প্যাটাপসকো নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা বেশ কিছু গাড়ি ও অন্তত আটজন নদীতে পড়ে যান। এদের মাঝে দুজনকে জীবিত উদ্ধার করা হয় এবং দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এর পর দিন উদ্ধারকার্য সমাপ্ত ঘোষণা করা হয়। এপ্রিলের শুরুর দিকে পাওয়া যায় আরেকটি মরদেহ।

সোমবার পাওয়া মরদেহটি ছিল পানির নিচে আটকে থাকা একটি গাড়ির ভেতর। পরিবারের অনুরোধে তার নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।এদিকে বাল্টিমোর শহরের মেয়র জানিয়েছেন, সেতুটি ভেঙে পড়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। একটি সুত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এফবিআইয়ের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত চলছে।