নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে সব বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ উৎসব ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ।
রোববার (১৪ জানুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম।
সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান।
বক্তব্য দেন ব্রঙ্কস আওয়ামী লীগের সহ সভাপতি কবি আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাশ, সদস্য উইলী নন্দী, সদস্য প্রিনা নন্দী, সদস্য রাফিজা রাফি, সদস্য ইসরাত জাহান, নুরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক মিসবাহুল সাকের জ্যুতি ও শাহ আনসারী প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। প্রধান অতিথি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন।