যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। দেশটিতে এক মাসের বেশি সময় অবস্থানকালে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।শনিবার (১১ মে) সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কর্মকর্তারা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী নিউইয়র্কে নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ইন্টার ফেইথ ইফতার-ডিনার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রতি ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৩১ মে নিউইয়র্কে প্রথম আলোর উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরীর লেখা “গৃহ ছাড়া, লক্ষ্মী ছাড়া” বইয়ের মোড়ক উন্মোচন করেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
তিনি বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ গ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা এম মজুমদার। অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী প্রবাসীদেরকে বাংলাদেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাঙালি কমিউনিটির নববর্ষ অনুষ্ঠানে অংশ নেন বিচারপতি চৌধুরী। নিউ জার্সি স্টেটের পেটারসন শহরের নয়াভিরাম ওয়াটার ফল (পানির ঝর্ণা) পরিদর্শন করেন তিনি। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী পরিবারের সদস্যদের নিয়ে রোড আইল্যান্ড স্টেটের আটলান্টিক মহাসাগর ভ্রমণ করেন।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ও ঈদের উপলক্ষে ভ্রমণ ও চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সস্ত্রীক গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে যান।সফর ও চিকিৎসা শেষে গত ২ মে দেশে ফিরে বিচারকাজে যোগদান করেছেন তিনি। তার দুই মেয়ে রওনক জাহান ও জিনাত জাহান স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন।