‘যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ ধ্বংস করবেন পুতিন’

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের নিরাপত্তা গ্যারান্টি শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্রদান করলেই কার্যকর হবে। জেলেনস্কি আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর তিনি তার (ট্রাম্প) সঙ্গে দেখা করবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রাইডম্যানকে সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। এটি গতকাল রোববার প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা আশা করছেন ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে জোর করবেন। তবে জেলেনস্কি সতর্ক করেছেন যে যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে যায় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ ধ্বংস করবেন।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হবে।

জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব না। আমি বলতে চাচ্ছি সেইসব নিরাপত্তা গ্যারান্টি যা রাশিয়াকে আক্রমণ করা থেকে বিরত রাখবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৪৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।