যুদ্ধের মহড়ার পর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

ইরান শুক্রবার (১০ জানুয়ারি) জানিয়েছে, তারা একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে। সেইসঙ্গে দেশটি ঘোষণা দিয়েছে যে তারা ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

এ নিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে দেখা যায়, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন।

হাজিজাদেহ ওই স্থানকে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ বলে বর্ণনা করেছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি গতকাল ঘোষণা করেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে।

তাসনিম নিউজ বলছে, ইরানের বাসিজ (স্বেচ্ছাসেবক) বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার সদস্যের একটি বড় মহড়া দিয়েছে। বার্তা সংস্থাটি লিখেছে, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে।

মেহের নিউজ বলছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে, তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে।

এদিকে সিএনএন নিউজ জানিয়েছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় দেশটি।

এর আগে গত সোমবার আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি’ উন্মোচিত হবে।