যেসব কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির আওতাধীন মোট ৪৬টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে নগরীর বাসিন্দাদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক বার্তায় এ কেন্দ্রেগুলোর নাম তুলে ধরা হয়।

অঞ্চল-১

উত্তরা ১ নম্বর ওয়ার্ড

ওয়ার্ড ৬ নম্বর সেক্টরের নগর মাতৃসদন

ওয়ার্ড ১০ নম্বর সেক্টরের নগর স্বাস্থ্যকেন্দ্র-১

৪ নম্বর সেক্টরের নগর স্বাস্থ্যকেন্দ্র-২
উত্তরা ৪৮ নম্বর ওয়ার্ড

মডেল টাউন নগর স্বাস্থ্যকেন্দ্র-৩

চেয়ারম্যান বাড়ি নগর স্বাস্থ্যকেন্দ্র-৬
উত্তরা ৪৯ নম্বর ওয়ার্ড এয়ারফোর্ট নগর স্বাস্থ্যকেন্দ্র-৪

অঞ্চল-২

মিরপুর ২ নম্বর ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক

মিরপুর ৪ নম্বর ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক।

মিরপুর ৬ নম্বর ওয়ার্ড

মিরপুর সাড়ে এগারো নগর মাতৃসদন

নগর স্বাস্থ্যকেন্দ্র-১
মিরপুর ৭ নম্বর ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র-৩,

মিরপুর ৮ নম্বর ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র-৪

ঢাকা ক্যান্টনমেন্ট ১৫ নম্বর ওয়ার্ড র্সূযের হাসি ক্লিনিক।

অঞ্চল-৩

মগবাজার ৩৫ নম্বর ওয়ার্ড

নগর মাতৃসদন

নগর স্বাস্থ্যকেন্দ্র-২
মগবাজার ৩৬ নম্বর ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, আমতলা ২০ নম্বর ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, মধ্যবাড্ডা ২১ নম্বর ওয়ার্ড নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, শাহজাদপুর ১৮ নম্বর ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক, আফতাবনগর ২২ নম্বর ওয়ার্ড সূর্যের হাসি নেটওয়ার্ক, পশ্চিম নাখালপাড়া ২৫ নম্বর ওয়ার্ড বামানেহ ক্লিনিক, খিলগাঁও তালতলা ২৩ নম্বর ওয়ার্ড সূর্যের হাসি ক্লিনিক।

অঞ্চল-৪

মিরপুর-১ ১৬ নম্বর ওয়ার্ডের নগর মাতৃসদন, ১০ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র-১, কল্যাণপুর ১১ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র-২, পাইকপাড়া ১২নং ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ১৬নং ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ১৬নং ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, দারুস সালাম থানা মাঠ সংলগ্ন ৯নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, পাইকপাড়া ১২নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, পশ্চিম শেওড়াপাড়া ১৪নং ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক।

অঞ্চল-৫

মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের নগর মাতৃসদন, তেজগাঁও ২৬ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, ইন্দিরা রোড ২৭ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, আগারগাঁও ২৮ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, শ্যামলী ২৯ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, আদাবর শেখের টেক ৩০ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন ৩৩ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, রায়ের বাজার ৩৪ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি, রায়ের বাজার বটতলা ৩৪ নম্বর ওয়ার্ডের ইউপিএইচসিপি।

ডিএনসিসি জানায়, ডেঙ্গুরোগী বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশন ডেঙ্গু পরীক্ষায় আরও জোর দিয়েছে। জ্বরে আক্রান্ত, সন্দেহজনক রোগীরা নির্ধারিত কেন্দ্রে আসলেই এ সেবা নিতে পারবেন। পরীক্ষার জন্য কিটসহ সব প্রস্তুতি রয়েছে।

ডিএনসিসির গণসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, উত্তর সিটি করপোরেশনে দীর্ঘদিন থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মেয়র এ কার্যক্রমে আরও জোর দিতে নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।