যেসব গাছ আপনার ঘরের সতেজতা বাড়াবে

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

ঘরের সৌন্দর্য বাড়াতে সবুজের বিকল্প নেই। আজকাল যদিও ঘরবাড়ির আয়োতন ছোট হতে শুরু করেছে। তাই বলে কি শখের গাছগুলো লাগাবেন না? অল্প জায়গায় অল্প যতেœ যেসব গাছ আপনার ঘরের সতেজতা বাড়াবে চলুন দেখে নেই:
ফিলোডেন্ড্রন
ঘরের কোণে কিংবা বাথরুমে ফিলোডেন্ড্রনের মতো লতানো গাছ রাখা যায়। কাঁচের বোতল কিংবা মাটিতে এসকল গাছ রাখা সম্ভব। আপনি চাইলে আসবাবের ওপরেও এই গাছ রাখতে পারেন।
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট অন্ধকারেও বড় হতে পারে। বাজারে অনেক ধরণের স্ন্যাক প্ল্যান্ট পাওয়া যায়। বিশেষত শীতে এই গাছ সহজেই বড় হয়।

 

ব্যাম্বু প্ল্যান্ট
এই চীনা বাঁশগুলো সহজেই বড় হয়। শীতের রুক্ষ্ম আবহে এই গাছ বড় হয় সহজেই।
ক্যাকটাস
ক্যাকটাস শীতে আপনার টেবিলে একটি ভালো প্ল্যান্ট হয়ে উঠতে পারে। মূলত হালকা রোদ পেলেই সুন্দর ফুল ফোটে এই গাছে। তাই আপনি ক্যাকটাসও রাখতে পারেন।

পিস লিলি
শীতে পিস লিলি দারুণ সুন্দর একটি গাছ। খুব বেশি পানি দিলে এই গাছ মরে যায়। তাই শীতে পিস লিলি সবচেয়ে ভালো গাছ হতে পারে।