যেসব ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিল দক্ষিণের জনপদ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বরিশাল প্রতিনিধি:

প্রাকৃতিক বিপর্যয়, বাজারের অস্থিরতা, ক্ষমতার পালাবদল, হত্যা, দখলদারিত্বসহ বিভিন্ন কারণে আলোচনায় ছিল বরিশাল বিভাগ। পরাক্রমশালী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রথম আত্মসমর্পণ করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

শারদীয় দুর্গোৎসবের বাজেট থেকে বন্যার্তদের সহায়তা পাঠায় বরিশালের মন্দির কমিটিগুলো। টোল আদায়ের টাকাও পাঠিয়ে প্রশংসিত হয় দপদপিয়া সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালজুড়ে ঘটে যাওয়া নানান প্রেক্ষাপটে দেশে ও দেশের বাইরে আলোচনায় উঠে আসে বাংলার শস্যভাণ্ডার খ্যাত এই জনপদ।

যেসব ঘটনায় আলোচিত বরিশাল

২০২৪ শুরুই হয়েছিল রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর ছিল জানুয়ারিতে আলোচনার তুঙ্গে। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত সভায় পঙ্কজ নাথের কর্মীর ওপর শাম্মী আহমেদের কর্মীদের হামলায় সিরাজ সিকদার নামে একজন নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক অস্থিরতা বাড়ায়। ৭ জানুয়ারি আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন প্রত্যাখান করে স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে ৩১ ডিসেম্বর। ৪ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারণা শুরু করেন শেখ হাসিনার ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ। দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালে ৪১.১০ শতাংশ ভোটেও নৌকার সংখ্যাগরিষ্ঠতা এবং বিভাগের ৭২ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ায় বির্তকের সৃষ্টি হয় নির্বাচন নিয়ে। নার্সিং কোয়ার্টারের পুকুর রাতের আঁধারে ভরাট করা এবং বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ নেওয়ায় সমালোচনা তৈরি হয়।

জীবনানন্দের লেখা গানের প্রথম সুর প্রদান

কবি জীবনানন্দ দাশের লেখা ১৫টি গানের মধ্যে প্রথমবারের মতো পাঁচটি গানের সুরারোপ করে কবির ১‌২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ১৭ ফেব্রুয়ারি পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী মৈত্রী ঘরাই, আধুনিক গানের শিল্পী সোহেল রানা, নজরুল সংগীত শিল্পী সঞ্জয় হালদার ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রিপন কুমার গুহ। জীবনানন্দের ব্যক্তিগত চেয়ার সংগ্রহে রেখে আলোচনায় আসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার তডঙ্কর চক্রবর্তী।

সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা

১২ মার্চ বিকেলে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়ায়। জিম্মিদশার খবর মোবাইলে ক্ষুদেবার্তায় পাঠালে পরিবার জানতে পারে। এই খবর ছড়িয়ে পড়ে এবং দেশ ও দেশের বাইরে আলী হোসেনের বাড়ির খোঁজ নিতে থাকেন।

ডায়রিয়ায় প্রতিদিন হাসপাতালে ভর্তি ১০০০

এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও শেবাচিম হাসপাতাল থেকে জানা গেছে দিনে কমপক্ষে ১০০০ রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়। এছাড়া বেসরকারি হাসপাতালে ও বাড়িতে আরও অসংখ্য রোগী চিকিৎসা নিয়েছে।

নদী ক্রয়ের দাবি সামিট গ্রুপের

কীর্তনখোলা নদীতে সাইনবোর্ড বসিয়ে জমির মালিকানা দাবি করে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড। মে মাসে এমন সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এর পরপরই সাইনবোর্ডটি সরিয়ে ফেললেও দাবিতে অনড় থাকে কোম্পানিটি।

ফরচুনে শ্রমিকদের ওপর গুলি

ক্রিকেটের ফরচুন বরিশাল টিমের মালিকানা প্রতিষ্ঠান ফরচুন সুজের শ্রমিকরা বকেয়া বেতনের দাবি করতে গেলে ২৩ মে তাদের ওপর গুলি বর্ষণ করে আনসার সদস্যরা। পরে পরিস্থিতি খারাপের দিকে গেলে দুঃখ প্রকাশ করে এবং বেতন পরিশোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন স্বত্বাধিকারী মিজানুর রহমান।

সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

১২ জুন কাউনিয়ায় একটি বাসা থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা ও তার পিতার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর সঙ্গে বিরোধের সূত্র ধরে মর্মান্তিক এই ঘটনা ঘটান বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

এনবিআর কর্মকর্তার বাড়িতে বিপুল সম্পদের সন্ধান

আলোচিত রাজস্ব কর্মকর্তা ম‌তিউর রহমা‌নের বাড়ি জেলার মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বিপুল সম্পদের সন্ধান পাওয়া যায়। যদিও সেসব সম্পদ তার ভাই ও চাচাতো ভাইয়েরা দেখভাল করতেন। ছাগলকাণ্ডে মতিউর সামনে এলে এলাকাবাসী বিশ্বাস করতে পারছিলেন তা তাদের পিন্টুর এত সম্পদ।

মোস্তফার ‘বিমান’ চলে পানিতে

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমুহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফার বানানো বিমান দেশব্যাপী আলোচনার তৈরি করে। বিমানের আদলে তার তৈরি যানটি নদীতে চলতো। এ নিয়ে ১ জুলাই প্রথম সংবাদ করে ঢাকা পোস্ট। এরপরই আলোচনা শুরু হয় সবখানে।

ববি শিক্ষার্থীদের কাছে র‍্যাব-পুলিশের আত্মসমর্পণ

আগস্টে ছাত্র আন্দোলন শুরু হলে প্রতিদিন বিভিন্ন আলোচিত ঘটনা ঘটতে থাকে। ৩ জুলাই কাফনের কাপড় করে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার আগের দিনে ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা মারামারি করে সমালোচনার জন্ম দেন। এরপরে প্রতিদিনই আন্দোলনে অচল থাকতো বরিশাল ও আশপাশের এলাকা। ১৭ জুলাই নথুল্লাবাদে বিএম কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সাথে তুমুল সংঘর্ষ হয়ে রাতে পিছু হটে শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ১৮ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আত্মসমর্পণ করে র‍্যাব-পুলিশ।

সাদিকের বাসায় ৩ মরদেহ

৫ আগস্ট শেখ হাসিরার পতনের পর আওয়ামী লীগের সব স্থাপনা, বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। ওইদিন সাদিক আব্দুল্লাহর বাসা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এর একটি ছিল প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর। এছাড়া পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসার সামনে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা।

বিএনপি নেত্রীর সরকারি পুকুর ভরাট

সরকার পতনের রাতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ১০ কোটি টাকা মূল্যের সরকারি পুকুর ভরাট করে ফেলেন। এ নিয়ে ঢাকা পোস্ট সংবাদ প্রচার করলে তার দলীয় সকল পদ স্থগিত হয়। পরবর্তীতে বাড়ি দখলের তথ্যও সামনে আসে। এছাড়া মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে রূপাতলী বাস টার্মিনাল দখল, চাঁদা উত্তোলনের বিষয়টিও আলোচিত ছিল।

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার

সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার টক অব দ্যা টাউনে পরিণত হয়। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থের বিনিময়ে নাম কাটানোর অভিযোগ বেশ আলোচনায় রয়েছে।

যেসব ঘটনায় আলোচিত ছিল ঝালকাঠি

আলোচিত ঘটনার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল বিএনপির কেন্দ্রীয় নেতা ঝালকাঠির সন্তান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে জয়লাভ করেন। ৫ আগস্টের তার বিরুদ্ধে মামলা ও হামলা হয়। থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন শাহজাহান ওমর। আমির হোসেন আমুর অগ্নিদগ্ধ বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার। সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখে মেয়েরা। র‌্যাবের গুলিতে পা হারানো লিমন তারেক সিদ্দিকীসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেন। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ব্যঙ্গ নাম হাউন আঙ্কেলের ভাতের হোটেল চালু করেন এক ব্যবসায়ী। কয়েদির স্ত্রীকে রাতযাপনের অনৈতিক প্রস্তাব দিয়ে শাস্তির মুখোমুখি হন জেলার।

পিরোজপুরের যত আলোচিত ঘটনা

পিরোজপুরে আলোচিত ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল সড়ক দুর্ঘটনা। পাশাপাশি জামায়াতের প্রকাশ্যে আসা, যুবদল নেতার অস্ত্রসহ সেলফি, সাবেক ছাত্রলীগ নেতার বর্ডারে মৃত্যু, পরীমণির প্রথম স্বামীর মৃত্যু। ৮ মার্চ সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিলে ৭ জনের প্রাণহানি হয়। ৯ অক্টোবর কুয়াকাটা থেকে ফেরার পথে পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে দুই পরিবারের ৮ জন নিহত হন। শুধু সড়ক দুর্ঘটনা নয় জেলার বাইরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায়ও আলোচনায় আসে পিরোজপুর। নির্বাচনে বড় ধরনের হোঁচট খেয়েছিল আওয়ামী লীগ। ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের একটি আসনে আওয়ামী লীগ নির্বাচিত হলেও অন্য দুটিতে ছিল স্বতন্ত্রের জয়। যার একটিতে ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গিয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। বছর জুলাই বিপ্লবের পরে ১৭ আগস্ট পিরোজপুরে ১৬ বছর পর প্রকাশ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে আলোচনা ওঠে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলের প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে তোলা একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল ওই ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। সেই জলন্ত থানার সামনে প্রকাশ্যে একটি ভারী অস্ত্র নিয়ে ছবি তোলে যুবদল নেতা তাহসিন জামান রোমেল। সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর ২৪ আগস্ট ভোররাতে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু হয়। পিরোজপুর সহ সারাদেশে আলোচনার কেন্দ্র ছিল এ ঘটনা। পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে জসীম খান নামের যুবককে হত্যার দায়ে স্বামী-স্ত্রী-সন্তানসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একদিন ৭ জনের যাবজ্জীবন জেলা জুড়ে আলোচনায় ছিল। ওই বছরের ২২ নভেম্বর ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) নিহত হন। ইসমাইল জমাদ্দারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে হওয়ায় এদিন পিরোজপুরসহ সারাদেশে আলোচনার কেন্দ্র ছিল এ ঘটনা।

যেসব ঘটনায় আলোচনায় বরগুনা

উপকূলীয় জেলা বরগুনায় প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক টানপোড়েনের মধ্য দিয়ে আলোচনায় ছিল। ২৫ মে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালালে শুধু এই জেলায়ই পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে ৩৭ জন আহত এবং ১ জন নিহত হয়। ২২ জুন বৌভাতে যাওয়ার পথে জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া নামক এলাকার একটি ব্রিজ ভেঙে বরযাত্রীসহ মাইক্রোবাস খালে পড়ে ৯ জনের মৃত্যু হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট জেলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত একটি সমাবেশের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির অন্তর্র্বতী সরকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। ৮ সেপ্টেম্বর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ মিয়াকে মারধরের ঘটনা বেশ সমালোচনার জন্ম দেয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা মারধর করে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ১৮ সেপ্টেম্বর রাতে মোবাইল চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয় বরগুনার পাথরঘাটা উপজেলার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। এ ছাড়াও তাকে হত্যার আগে পরিবারের কাছে মোবাইল ফোনে দাবি করা হয় ২ লাখ ৩৫ হাজার টাকা। হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে আলোচনায় ছিল বরগুনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার বরগুনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি শপথ পাঠের ভিডিও ভাইরাল হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ২ মিনিট ১০ সেকেন্ডের ওই শপথের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পরিচয়ের সূত্র ধরে বরগুনার আন্দোলনকর্মী মীর রিজন মাহমুদ নিলয় ও ফৌজিয়া তাসনীন আনিকা ২৭ ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে।

পটুয়াখালীতে আলোচিত যেসব ঘটনা

বছরের মাঝামাঝি সময়ে সোনালী ব্যাংকের প্রায় ৯ কোটি ঋণের টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক হয়ে আলোচনায় আসেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবি। তবে সবকিছু ছাপিয়ে গেছে এলজিইডির এক কিলোমিটার রাস্তা লুটের ঘটনা। ৩০ সেপ্টেম্বর পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের এক কিলোমিটার পাকা রাস্তার লুট করে নিয়ে গেছে স্থানীয় মানুষ। শুধু রাস্তা লুট নয়, বিক্রি করে দেওয়া হয়েছে বন বিভাগের মালিকানাধীন সরকারি গাছও। ব্যতিক্রম এই ঘটনাটি ঘটায় পটুয়াখালী জেলা সব থেকে বেশি আলোচনায় আসে। এর পর সব থেকে বেশি আলোচনায় আসে হানিফ মৃধার নবজাতক বিক্রির ঘটনাটি। জানা যায় টানা চতুর্থবারের মতো মেয়ে সন্তান হওয়ায় গত ১৪ মার্চ নবজাতককে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন তিনি। তবে শিশুটিকে পাচারের সময় হাসপাতালের নার্স লাইজু বেগমকে আটকের পাশাপাশি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আটক হয়েছেন নবজাতকের পিতা হানিফ মৃধাও। এদিকে রাজনীতি পাড়ায় সমালোচনার জন্ম দিয়েছিলেন জাতীয়পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জাপা থেকে পটুয়াখালী- ১ আসনে মনোনয়ন পান। ‘আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত’ স্লোগান এবং ব্যানার পোস্টারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে সব থেকে বেশি সমালোচনার জন্মদেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগের পতনের পর পটুয়াখালীতে আলোচনায় ছিল বিএনপি। বাসস্ট্যান্ড, চক্ষু হাসপাতাল ও চেম্বার অব কমার্স দখলের পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে আলোচনা সমালোচনার তৈরি করে।

আলোচনায় ছিল সাগরকন্যা কুয়াকাটা

উপকূলে বছরের শুরুতে সবচেয়ে বেশি আলোচনায় চলে আসে ট্রলার ভর্তি ইলিশ এর খবর। মায়ের দোয়া নামের একটি ট্রলার ৯২ মণ ইলিশ নিয়ে মৎস্য বন্দর আলিপুরের ঘাটে আসি। এরপরই সবচেয়ে বেশি মাছ পাওয়ায় উপজেলাজুড়ে আলোচনায় আসে ৯২ মণ ইলিশ পাওয়া ট্রলারটি। কুয়াকাটায় পুলিশ কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও বেশি আলোচিত ছিল। সরকারি বিনামূল্যের চার টন পাঠ্য বই ৫ লাখ টাকায় বিক্রি করে আলোচনার জন্ম দেন এক মাদ্রাসা শিক্ষক। অপরদিকে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা, চার বছরের সন্তানের সামনে গলায় ফাঁস নেন বাবা ও মা। ছোট্ট এই শিশুর সামনেই ঝুলছিল বাবা ও মায়ের নিথর দেহ। এদিকে ব্রিজ ভেঙে ট্রাক খালে পরে যাওয়ায় চরম ভোগান্তিতে পরে পর্যটক স্থানীয়রা। ঠিক একই সময় কুয়াকাটার একটি পুকুরে ধরা পরে ইলিশ মাছের, যা দেখতে ভিড় জমানো স্থানীয়রা। উপজেলার একটি খালে টর্পেডো ভেসে আসা বেশ আতঙ্ক ও আলোচনার জন্ম দেয়। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিল রাসেলস ভাইপার সাপ। পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই রাসেলস ভাইপার। একই সময় আলোচিত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আবেদ্য আলীর কুয়াকাটায় আবাসিক হোটেলের সন্ধান পাওয়া যায়। অপরদিকে কর্মরত অবস্থায় শ্বশুরের নামে ৪ কোটি টাকার সম্পদ ক্রয়ের অভিযোগ উঠেছে ওসি খায়ের এর বিরুদ্ধে। সর্বশেষ, সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক নেমে আসে পুরো উপজেলায়। এদিকে বাংলাদেশের জলসীমায় ইলিশ ধরায় ৩১ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌ বাহিনী। অপরদিকে জাপা নেতা রুহুল আমিন হাওলাদার এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ওঠে।

বছরজুড়ে আলোচিত বাউফল উপজেলা

পটুয়াখালী-২ আসনের প্রার্থী জোবায়ের হোসেন রাসেল নির্বাচনে অংশ নেন টেলিভিশন প্রতীকে। কিন্তু ৭ জানুয়ারি নিজেকে নিজে ভোট না দিয়ে নৌকা প্রতীকে সিল মারা একটি ব্যালটসহ ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দেন। মার্চ মাসে বড় ভাই সজিব হোসেনের (২১) পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নিহতের ঘটনাটি দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। ঈদের দিন দুপুরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে দফায় দফায় মারধরের দৃশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায়। মে মাসে উপজেলা বিএনপি নেতার বাসার গেইটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার আলোচনার জন্ম দেয়। বছরের শেষে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে কমরেড নামের একটি কিশোর গ্যাং গ্রুপ। অপরদিকে বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

যেসব ঘটনায় আলোচিত ছিল দ্বীপ জেলা ভোলা

২৫ মে ঘূর্ণিঝড়ে রিমালে ভোলা জেলায় সব মিলিয়ে ৭ হাজার ৪৬৫টি বাড়ি-ঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ঘরবাড়ি আংশিক ও ২ হাজার ৪৬৫ টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে ৫ হাজার ৮৬০ টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের। ক্ষতি হয়েছে ১০ হাজার ৭৯১ হেক্টর জমির সবজি ও আউশ এবং বোরো ধানের ক্ষতি হয়েছে ১৪ হাজার ১০১ হেক্টর জমির। ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার সর্বদক্ষিণের চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নে। ৭ মাস পেরিয়ে গেলেও ঘূর্ণিঝড় রেমালের নাম মনে পড়লেই আতকে উঠেন ঢালচরবাসী। ৫ জুলাই ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটে ভয়াবহ এক নিন্দনীয় ঘটনা। নিজেদের জায়গা-জমি না থাকায় চাচা কবরের জায়গা দিতে অস্বীকৃতি জানালে ও চাচার জায়গায় বাবাকে দাফনের পর বাবার কবরকে ঝাড়ু-জুতা দিয়ে পেটানোর ক্ষোভে মৃত বৃদ্ধ তাদের মাকে ঘরের মেঝেতে দাফন করেন তার ছেলেরা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-চট্রগ্রামে ভোলার মোট ৪৬ জন শহীদ হয়েছেন, যাদের বাড়ি ভোলার বিভিন্ন উপজেলায়। ২৩ সেপ্টেম্বর ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মী হাসিনা বেগমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। ১৩ অক্টোবর ভোলায় কনে বাড়ির বিয়ের গেটে টাকা কম দেওয়ায় ভোলার চরফ্যাশনে বর-কণে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বরসহ উভয়পক্ষের প্রায় ৩৪ জন আহত হয়। গত ১৭ নভেম্বর রাতের আধাঁরে ফিল্মি-স্টাইলে চরফ্যাশনের নীলিমা আশ্রয়ণ প্রকল্পের আশ্রিত ২০টি হতদরিদ্র পরিবারকে উচ্ছেদের ঘটনার একমাস পেড়িয়ে গেলেও পুনর্বাসন করা হয়নি এসব হতদরিদ্র পরিবারকে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় পরিবারগুলো। ২২ ডিসেম্বর,ভোলায় অপহরণের সাত ঘণ্টা পর আয়াত নামে ১৫ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করে অক্ষত অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। যা নিয়ে ব্যাপক প্রশংসা কুড়ায় জেলা পুলিশ। ২৮ ডিসেম্বর, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার নিউ মার্কেটে গুলিতে নিহত শহিদ শাহজাহানের ঘর আলোকিত করে ফুটফুটে এক ছেলের জন্ম হয়েছে।