বিনোদন ডেস্ক :
টিজারের পর এবার মুক্তি পেল হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ সিনেমার প্রথম গান ‘শের খুল গায়ে’। আর পার্টি মেজাজে এ গানের তালে হৃতিক-দীপিকার নাচে মজলেন নেটিজেনরা।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কুমারের লেখা ‘শের খুল গায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। সেই সঙ্গে গানটির সংগীত আয়োজনও করেছেন বিশাল শেখর।
অ্যাকশনে ভরপুর ‘ফাইটার’ সিনেমার টিজারে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। সেই রেশ না কাটতেই প্রকাশ্যে এলো সিনেমাটির প্রথম গান। ইউটিউবে মুক্তি পাওয়া গানটি দেখা হয়েছে দুই কোটি ১০ লাখ বারেরও বেশি।
প্রকাশিত গানের ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে করণ সিং গ্রোভারকেও দেখা গেছে। নাইট ক্লাবের আবগে তৈরি করা গানটিতে আরও রয়েছেন অনিল কাপুর।
হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’ সিনেমাটি প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ এবং সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন হৃতিক-দীপিকা।