ক্রিড়া ডেস্কঃ
দেশের ক্রিকেটে ভুলতে বসা এক ক্রিকেটারের নাম আল-আমিন। ৪ নম্বর জার্সিতে এই পেসার একসময় দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ভরসার নাম ছিলেন এই পেসার। কিন্তু বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় পড়ে হারিয়েই গিয়েছিলেন তিনি। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো আল-আমিনকে খুঁজে ফেরে অনেকেই।
এবারের বিপিএলে আল-আমিন ভিড়েছেন চট্টগ্রামের বন্দরে। এখান থেকেই নিজেকে আবার ফিরে পেতে চান এই পেসার। গণমাধ্যমকে কাছে পেয়ে আল-আমিন শোনালেন আবার ফিরে আসার স্বপ্নের কথা, ‘এই বিপিএল আমার জন্য চ্যালেঞ্জিং এই কারণে যে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু আমার টি-টোয়েন্টি রেকর্ড খুব ভালো, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি দুই-তিনটা। এখন পর্যন্ত ৩৩টা ম্যাচ খেলেছি উইকেট পেয়েছি মনে হয় ৪৪ (আসলে ৩১ ম্যাচে ৪৩ উইকেট)। ইকোনমি ৭ পয়েন্ট টু জিরো বা ওয়ান জিরো এরকম (৭.১৩)।’
নিজের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে বেশ আশাবাদী এই পেসার। অনেকের চোখে দূর্বল দল হলেও বাংলাদেশের এই পেসার নিজেদের দলকে ভালো বলেই মানছেন, ‘আমাদের দলটা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ভালো। প্রতিদ্বন্দ্বিতা করার মতন দল। যদি ভালো খেলি, দলের জন্যও লাভ হবে। আর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে একটা ভালো সুযোগ আসতে পারে আমার কাছে।’
সামনেই বিশ্বকাপ। লাল-সবুজের জার্সিতে ফেরার জন্য এদিকেই চোখ আল-আমিনের, ‘টি-টোয়েন্টি অলওয়েজ ওপেন। নির্বাচকদের কথা থেকে বোঝা যায় টি-টোয়েন্টিতে কেউ থিতু না। এখানে যেহেতু বৈচিত্র্যের ব্যাপার থাকে, সেদিক থেকে এগিয়ে থাকব। যদি সর্বোচ্চ উইকেট শিকারি হই তাহলে আপনারাও বলতে পারবেন তাকে কেন নিচ্ছেন না।’
‘আমার কাজ পারফর্ম করা। জাতীয় লিগে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছি বা সেরা পাঁচে ছিলাম। একইরকম বিপিএল ও প্রিমিয়ার লিগেই সর্বোচ্চ উইকেট নিতে পারলে নির্বাচকদের আপনারাও চাপ দিতে পারবেন যেন কেন নিচ্ছেন না।’-যোগ করেন আল-আমিন।