যে কারনে দক্ষিণী অভিনেত্রী সামান্থার ক্ষতি ১২ কোটি রুপি সামান্থা

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

বিনোদন ডেস্ক :

সামাজিক মাধ্যমে সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয় জগত থেকে কিছুদিন বিরতি নেয়ার ইঙ্গিত দিয়েছেন।

এরপর ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বিরতি নেবেন অভিনেত্রী।

স্বাস্থ্যের দিকে নজর দিতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিরতিতে অভিনেত্রীর ক্ষতির পরিমাণও কম নয়!

‘খুশি’ এবং ‘সিটাডেল ইন্ডিয়া’র পর সামান্থা কোনো তেলেগু, তামিল অথবা বলিউড সিনেমায় আপাতত চুক্তিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমনকি শোনা যাচ্ছে বেশ কয়েকজন প্রযোজকের থেকে নেয়া অগ্রিম অর্থও ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

ফলে অভিনেত্রী বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে।


বিরতি নেয়ার বিষয়টি নিয়ে সামান্থা এখনও পরিষ্কারভাবে কিছুই বলেননি। তবুও তার বিরতির ক্ষতি নিয়ে চলছে হিসাবনিকাশ।


ভারতের গণমাধ্যম ‘গ্রেট অন্ধ্র’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামান্থা প্রতি ছবিতে সাড়ে তিন থেকে চার কোটি রুপি পারিশ্রমিক নেন। তিনটি ছবির অর্থ ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ক্ষতি হয়েছে ১০-১২ কোটি রুপি।’


বৃহস্পতিবার বিরতির ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে সামান্থা লিখেছেন, ‘সিটাডেল ইন্ডিয়ার শুটিং শেষ হল। বিরতি নেয়া মোটেও খারাপ জিনিস বলে মনে হয় না তখন যখন আপনি জানেন সামনে কী আসছে।

রাজ ও ডিকে আর সীতা আর মেনন-আমি জানতামই না এই পরিবারটিকে আমার কতটা প্রয়োজন! ধন্যবাদ আমার একার এই লড়াইয়ে পাশে থাকার জন্য। আমাকে কখনই ছেড়ে যাবেন না। আমি আপনাদের সবাইকে গর্বিত করতে চাই। এমন একটা চরিত্রে আমাকে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, যতক্ষণ না নতুন কিছু লিখছেন আমার জন্য।’
‘খুশি’ মুক্তি পাবে সেপ্টেম্বরে।

‘সিটাডেল ইন্ডিয়া’র মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।
নিউজ এইটিন