যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাঁটিও করছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেনের বরাত দিয়ে যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু জানান, পুরোপুরি চি‌কিৎসা এখনো শুরু না হলেও হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

সফরসঙ্গী ও দলীয় সূত্রে জানা যায়, থেরাপি দেওয়ার পর খালেদা জিয়া হালকা হাঁটাহাঁটি করেছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসাসেবা দিচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, ছেলে-ছেলের বউ এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। প্রতিদিনই তারা হাসপাতালে আসছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএন‌পি চেয়ারপারসন।যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, ছেলে-ছেলের বউ এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। প্রতিদিনই তারা হাসপাতালে আসছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএন‌পি চেয়ারপারসন।

প্রতিদিনের মতো রোববারও (১২ জানুয়ারি) হাসপাতালের এসেছিলেন তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালের আসেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি।

এরপর রাত ১১টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে ছিলেন তারেক রহমান।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পরে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।