যে দুই বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশজুড়ে বৃষ্টি কমেছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমে বেড়েছে উত্তরাঞ্চলে। আজ রোববার থেকে দেশের দুটি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, রোববার ও সোমবার দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এই দুইদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।
শনিবার দেশে সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়। সেদিন সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে।