যে রহস্য নিয়ে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘হাফ সেঞ্চুরি’,
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ডেস্ক রিপোর্টঃ
পর্দায় হাফ সেঞ্চুরি করে ফেলল প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি। টালিউডে প্রথম বার কোনও জুটি ৫০টা ছবিতে একসঙ্গে অভিনয় করলেন। একসঙ্গে এতগুলি ছবি করে ফেলা রীতিমতো অবাক তাদের ভক্তরাও।ভারতীয় গণমাধ্যমে সিনেমাটি প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, ‘হাফ সেঞ্চুরি বলে কথা। মাঝে ১৫ বছর একসঙ্গে অভিনয় করেননি তাঁরা। তার পর ‘প্রাক্তন’ ছবির মাধ্যমে আবারও পুরনো জুটিকে নতুন ভাবে পান দর্শক। তার পর ‘দৃষ্টিকোণ’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। এ বার টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ ছবিতে এই জুটিকে আবার দেখবেন সকলে। ছবির শুটিং আগেই সেরে ফেলেছেন পরিচালক। গতকাল প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। সেখানে নায়ক-নায়িকার মুখ দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে সমুদ্রতটে দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। সিনেমাটির পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো, দুই অভিনয়শিল্পী একসঙ্গে হয়েছেন তাদের ৫০ তম চলচ্চিত্র নিয়ে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও আমার ৫০ তম সিনেমা, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে।’ নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম তাদের প্রথম সিনেমা ছিল সুপারহিট। তারপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’র মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দু’জনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দু’জনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ভারতীয় গণমাধ্যমে সিনেমাটি প্রসঙ্গে প্রসেনজিৎ বলেছেন, ‘হাফ সেঞ্চুরি বলে কথা। এই ভার বহন করার জন্য একটা সঠিক কাঁধ দরকার ছিল। সেটা অবশ্যই কৌশিক। ৫০তম ছবি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের কেরিয়ারে। কথা দিচ্ছি, ভাল লাগবে। অপেক্ষা করে আছি সকলের প্রতিক্রিয়ার।’ অন্যদিকে, ঋতুপর্ণা বলেছেন,‘প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আবারও একটা রহস্য নিয়ে আসছে। হাফ সেঞ্চুরি করে ফেললাম। আমি নিশ্চিত দর্শক নিরাশ হবেন না।’