যে ২৯ শর্তে জনসমাবেশের অনুমতি দিয়েছে বিএনপিকে

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে ২৯টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে জনসমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে জনসমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে মঞ্চ নির্মাণ শুরু হয়। তবে পরে মঞ্চ নির্মাণ বন্ধ রাখার অভিযোগ তোলেন দলটির নেতাকর্মীরা।