রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে ২ মামলা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধি:

বাড়িঘর ভাঙচুর, উচ্ছেদ, আগুন দেওয়া ও গুলি করাসহ বেশ কয়েকটি অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে মামলা করেছেন মামুন ও আলী আজগর ভূঁইয়া নামের দুই ব্যক্তি।

আজ রবিবার দুপুর ১২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রূপগঞ্জ আমলী) আদালতে তাঁরা মামলা দুটি করেন।

মামুনের করা মামলায় রফিকুল ইসলাম রফিকসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আদালত মামুনের অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য রূপগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে আলী আজগর ভূঁইয়ার করা মামলায় রফিকুল ইসলামসহ আসামি করা হয়েছে ৩১ জনকে। এই মামলাটি তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।