রংপুরে আ.লীগ নেতা নিহতের ২ মাস পর মামলারংপুরে আ.লীগ নেতা নিহতের ২ মাস পর মামলা

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

রংপুর প্রতিনিধি:

রংপুরে আওয়ামী লীগ নেতা হারাধন রায় হারা ও তার সঙ্গী সবুজ নিহতের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। হারাধন রায়ের স্ত্রী কনিকা রানী বাদী হয়ে মামলাটি করেছেন। সেই প্রতিবাদে রোববার বেলা ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে মামলা প্রত্যাহারের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনটির সমন্বয়করা।

শনিবার রাত ৯টায় রংপুর কোতোয়ালী থানার সামনে করা এক সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিব আখতার। তিনি বলেন, ওই আন্দোলনে আমরা সবাই অংশ নিয়েছিলাম। তাহলে আমরাও আসামি। আমি নিজেই পুলিশের কাছে যাবো, বলবো আমাকে গ্রেপ্তার করেন। পুলিশ প্রশাসনের এ ধরণের স্বেচ্ছাচারিতা বরদাশত করা যাবে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাইদসহ ৮ জন নিহতের মামলার আসামিদের গ্রেপ্তার করছেনা পুলিশ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনার বিষয়ে কোন মামলা গ্রহণ বা কোন পদক্ষেপ নেওয়া যাবে না। তারপরও রংপুরের পুলিশ প্রশাসন এমন মামলা নিয়েছেন। আমরা দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি চাই। এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, জামিল হোসেন, শাকিল হোসেনসহ অনেকে।

সমন্বয়করা অভিযোগ করেন, গত ৪ আগস্ট রংপুরে সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে গুলি চালান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার হাতে মহানগর আওয়ামী লীগের পশুরাম থানার সভাপতি হারাধন রায় ও তার সঙ্গী সবুজ নিহত হন। ঘটনার ২ মাস পর নিহত আওয়ামী লীগ নেতা হারাধন রায়ের স্ত্রী কনিকা রানী বাদী হয়ে আন্দোলনকারী ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। গত ২ অক্টোবর মামলাটি দায়ের হলেও শনিবার রাতে তা জানাজানি হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আতাউর রহমান এই বিষয়ে নিশ্চিত করে বলেন, হারাধন রায় হারা নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ২ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেছেন।