রংপুরের পীরগাছা উপজেলায় শের আলী (৪৫) নামে এক যুবককে হত্যা মামলায় কমল নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার কমল পীরগছা উপজেলার পশুয়া এলাকার জিতেন চন্দ্র রায়ের ছেলে। শনিবার (০৩ জুন) সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। রোববার (০৪ জুন) র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, টাকার লোভে পড়ে অন্যের প্ররোচনায় ও ভেজাল জমি ক্রয়কে কেন্দ্র করে শের আলী নামে ওই যুবককে হত্যা করে কমল ও আদম আলী নামে দুই যুবক। এরআগে আদম আলীকে (৫৮) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব আরও জানায়, গত ১৮ মার্চ রাতে পীরগাছার কৃষি খামারের পার্শ্ববর্তী এলাকায় শের আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শের আলীর বড় ভাই বাদী হয়ে ১৯ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরুর পর ২৯ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাচপুর থেকে আসামি আদম আলীকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গ্রেফতার দুই আসামি শের আলীকে নির্যাতনসহ ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে এবং পেটের নাড়িভুঁড়ি বের করে হত্যা নিশ্চিত করে বলে স্বীকার করেছে।’