খেলাধুলা ডেক্স
বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এক ব্যক্তি পাকিস্তানের পেসার হারিস রউফকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। যার জেরে ঐ ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন রউফ। সেই ঘটনার দুইদিন পর পিসিবির প্রধান মহসিন নকভি রউফের পাশে দাঁড়িয়েছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন যদি সেই ব্যক্তি রউফের কাছে ক্ষমা না চায় তবে তারা আইনি ব্যবস্থা নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যান মহসিন খান নকভি বলেন, ‘হারিস রউফকে জড়িত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এই ধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সহ্য করা হবে না।’ তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে হারিস রউফের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
হারিস রউফের মেজাজ হারানো এবং সেই ব্যক্তির সঙ্গে হাতাহাতির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পাকিস্তান ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পরে রউফ জানান, পরিবারকে নিয়ে ওই ব্যক্তি কটু কথা বলাতেই তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন। রউফের প্রতি সমর্থন প্রদর্শন করে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ভক্তদেরকে খেলোয়াড়দের গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানান।
হাফিজ বলেন, ‘অনুরাগীদের জানা উচিত কিভাবে একজন ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সীমারেখাকে সম্মান করতে হয়। এগুলো হল মৌলিক নৈতিকতা।’
পাকিস্তানের আরেক পেসার হাসান আলীও সেই ভিডিও সম্পর্কে তার মতামত শেয়ার করেছেন। হাসান আলি বলেন, ‘আমি হ্যারি (হারিস রউফ) সম্পর্কে অনলাইনে ভাইরাল ভিডিও দেখেছি এবং আমার সকল প্রিয় ক্রিকেট ভক্তদের মনে রাখার অনুরোধ করছি যে, সমালোচনা আঘাতপূর্ণ না করে বরং গঠনমূলক করার।’ পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ বলেছেন, ভক্তদের উচিত খেলোয়াড়দের সম্মান করা।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার জন্য পাকিস্তানের খেলোয়াড়রা কড়া সমালোচনার মুখে পড়েছেন। পাকিস্তান ২০১৪ সালের পর এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় প্রতিনিয়তই সাবেক ক্রিকেটার এবং ভক্তদের সমালোচনার সম্মুখীন হচ্ছেন বাবর আজম।