বিনোদন ডেস্ক:
‘বেশ কিছুদিন ধরেই থিয়েটারগুলো বন্ধ আছে। আমার মতো অনেকেই নাটকের প্রদর্শনী স্থগিত করেছেন। পরিস্থিতি বিবেচনায় রঙমহাল মঞ্চায়ন নিয়ে এখন ভাবছি না। আগে পরিস্থিতি সুন্দর হোক, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তখন চিন্তা করব।’
নিজের প্রথম নির্দেশিত নাটক মঞ্চায়নের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন কি-না? এমন প্রশ্নের জবাবে কথাগুলো বলেন অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের হাত ধরে উঠে আসা এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি মঞ্চ নাটকেও দেখা মেলে তার। কিন্তু এবারই প্রথম মঞ্চে নাটক নির্দেশনা দিচ্ছেন তিনি। নাটক গত মাসে মঞ্চায়নের কথা থাকলেও দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রদর্শনীটি বাতিল করা হয়।
এদিকে বেশ কিছুদিন ধরেই থিয়েটারগুলো বন্ধ থাকায় মঞ্চায়ন হচ্ছে না কোনো নাটক। এতে দর্শক মঞ্চের কথা ভুলে যাবে কি-না? জানতে চাইলে ফারুক আরো বলেন, ‘কোনো কিছু ঘটলে তার প্রভাব পড়ে। কিন্তু আমি বরাবরই আশাবাদী মানুষ। কখনো নেগেটিভ চিন্তা করি না। আমরা যদি ভালো নাটক মঞ্চায়ন করতে পারি তাহলে দর্শক আবার ফিরবে। কারণ মঞ্চ নাটকে তো বিনোদনের পাশাপাশি সমাজ সচেতনতার কথাও উঠে আসে। যা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়। আমার রঙমহাল নাটকটিতেও তেমন কথাই উঠে আসবে।’
তবে এই নাটকটি শুধু নয়, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে শুটিং থেকেও দূরে আছেন ফারুক আহমেদ। নিজের আত্মজীবনী নিয়ে সময় পার করছেন তিনি। ফারুক আহমেদ বলেন, ‘অনেকদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। যে কারণে শুটিং থেকে একটু দূরে আছি। শরীর ঠিক হলে একটি ১ ঘণ্টার টিভি নাটক পরিচালনা করব। পাশাপাশি বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে। তবে শুটিং করতে না পারলেও এই সময়টাতে আত্মজীবনী লেখার চেষ্টা করছি। যেখানে আমার ছোটবেলা থেকে আজকের সময় অবধি উঠে আসবে। তবে সেখানে হুমায়ূন আহমেদের কথা কতটুকু থাকবে বলতে পারছি না। কারণ আগেই তো আমি হুমায়ূন আহমেদকে নিয়ে বই লিখেছি। একই কথা তো আবার লেখা যাবে না।’
এদিকে অনেকেই বলেন চরিত্রাভিনেতাদের কাজের সুযোগ দিন দিন কমছে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয় না তাদের। কিন্তু নতুন মাধ্যম ওটিটি আসায় সেই আক্ষেপ অনেকটাই কমছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘হ্যাঁ, কাজের পরিধি বেড়েছে এবং ভালো ভালো কাজও হচ্ছে। অনেক সিনেমাও ভালো হচ্ছে, দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের নাটক, সিনেমা, ওয়েব সিরিজ আরো ভালো অবস্থানে যাবে।’