বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের থেকে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেও জায়গা করে নেন শিরোনামে।
এবার এ অভিনেত্রী অদ্ভুত কাণ্ড করলেন। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেল তাকে। চোখের সামনে যাকে পাচ্ছেন তার শরীরেই স্প্রে করছেন পারফিউম।
এ অভিনেত্রীর মতে, ছেলে পটানোর জন্য নাকি এটাই নতুন কৌশল। তা হলে কি নতুন করে প্রেমে পড়তে চাচ্ছেন তিনি? নতুন কারও সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন— এ প্রশ্নই এখন নেটিজেনদের মনে।
সংবাদ প্রতিদিনের খবর, প্রেমিক আদিলের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক এখন ভালো না। রাখির করা নিগ্রহের মামলায় কারাগারে রয়েছেন আদিল। এই ফাঁকে নতুন প্রেমিক খুঁজছেন বলি তারকা। এ কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে দৌড়াচ্ছেন তিনি। আর এই পারফিউমেই ছেলে পটবে বলে দাবি তার।
গত বছরই আদিলের সঙ্গে বিয়ে হয় রাখির। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা অশান্তি। রাখি দাবি করেন, প্রেমিক আদিলের জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন তিনি। কিন্তু স্বামী আদিল স্বীকৃতি দিচ্ছে না তাকে। এর কিছু দিন পরই আদিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন অভিনেত্রী।