রাজধানীতে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারী-পুরুষের নাম-পরিচয় জানতে চেয়েছে পুলিশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে পৃথক ঘটনায় উদ্ধার করা অজ্ঞাতনামা নারী-পুরুষের নাম-পরিচয় ও ঠিকানা জানতে চেয়েছে পুলিশ। কেউ যদি মরদেহ দুটিকে শনাক্ত করতে পারেন, তাহলে তাদের পরিচারকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ বুধবার (১৪ জুন) নিউজ পোস্ট বিডিকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
সংশ্লিষ্ট থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, রাজধানীর ডেমরা থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। যার বয়স ৩২ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহŸান জানিয়েছে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১২ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে ডেমরার মহাকাশ রোডের ব্রীজের নিচে ক্যানেলপাড়ের মধ্যে একটি মরদেহ খুঁজে পায় ডেমরা থানার টহল পুলিশের একটি দল। মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনকে খুঁজে না পেয়ে পুলিশ বাদি হয়ে ডেমরা থানায় মামলা করে। ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে ডেমরা থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৩৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অপর ঘটনায় ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. ফারুক হোসেন জানান, রাজধানীর শাহবাগ থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে সহায়তার অনুরোধ করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
শাহবাগ থানা সূত্রে জানানো হয়, চলতি বছরের ৬ জুন শাহবাগ থানাধীন শিক্ষা ভবনের সামনে থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে থানার টহল পুলিশের একটি দল। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় গত ৬ জুন ২০২৩ একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-৭৭/২৩। ছবিতে প্রদর্শিত মৃত নারীর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২৭) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে শাহবাগ থানার ওসি।