রাজধানীতে কোথায় কী কর্মসূচি?

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে উপদেষ্টা, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। শনিবার (৪ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

যৌথ সংবাদ সম্মেলন
বাংলামোটরে বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা সোয়া ১১টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছায়া সংসদ
সকাল সাড়ে টায় ঢাকার এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় নিয়ে ছায়া সংসদ হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলা একাডেমির সভাপতি সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তাবলিগ ইস্যুতে সংবাদ সম্মেলন
গত ১৭ ডিসেম্বর রাতে সাদপন্থি কর্তৃক টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে দুপুর ১২টার দিকে কাকরাইল মারকাজ মসজিদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ দেশবরেণ্য শীর্ষ ওলামায়ে কেরাম।

বাজার মনিটরিং
সকাল সোয়া ১০টার হাতিরপুল কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের যৌথ টিমের বাজার মনিটরিং কার্যক্রম। নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস।

গণসংলাপ
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপ অনুষ্ঠিত হবে। এতে থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, দেওয়ান আবদুর রশিদ নিলু, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, তরিকুল সুজন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, উত্তরের সদস্য সচিব মাহবুব রতন, দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি।