রাজধানীতে খোলা স্থানে ব্যায়াম করার পরামর্শ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বের ১২৪ নগরীর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে বায়ুদূষণে পঞ্চম স্থানে ঢাকা। আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ১৯৩। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।

আজ বিশ্বে বায়ুদূষণে ৩৪৮ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। ২৯১ ও ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের নয়াদিল্লি ও কলকাতা।

ঢাকা ও আশপাশের তিন সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে মিরপুর ইস্টার্ন হাউজিং (২১৭), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২১৫), গ্রেস ইন্টার‌ন্যাশনাল স্কুল (১৯৬) ও কল্যাণপুর (১৯৩)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২০ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।