আমিনুল ইসলাম বাবু:
রাজধানীতে ট্রাকের ধাক্কায় আবদুল বাতেন (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
পুলিশ জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার কনস্টেবল আনিসুর রহমান বলেন, মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে রায়েরবাগ এলাকায় একটি ট্রাক এএসআই বাতেনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবদুল বাতেন গেন্ডারিয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানানো হয়েছে।