রাজধানীতে ট্রাফিক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে হায়দ্রাবাদে প্রশিক্ষণ নিলেন ডিএমপির ৫ সদস্য

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

সাইফুল ইসলাম:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে জাইকার Road Traffic Safety Project এর আওতায় ভারতের হায়দ্রাবাদে ট্রাফিক বিভাগের ৫ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Traffic System and Solution in Hyderabad, India শীর্ষক প্রশিক্ষণ চলতি বছরের ১০ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের এই কর্মসূচিতে ট্রাফিক ব্যবস্থাপনার উপর বাস্তবমুখী গুরুত্বপূর্ণ ধারণাসহ ভারতে ট্রাফিক ইন্টারসেকশন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ডিএমপির সদস্যরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যগণ হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু, ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইসমাইল হোসেন। প্রশিক্ষণপ্রাপ্ত দলটির সাথে ছিলেন জাইকা এক্সপার্ট টিমের ইয়োসিহিসা আসাদা, প্রজেক্ট লিডার; টাটসুয়া আকিগুচি (ট্রেইনিং অ্যান্ড পাইলট প্রজেক্ট) ও নাটসুকি নাগাসাকা (এসিস্ট্যান্ট সিস্টেম মনিটরিং)।
প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল “ট্রাফিক সেফটি অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট ইউজিং আইটিএস সেন্সিং টেকনোলজি” এবং “কালেকশন অ্যান্ড এনালাইসিস অব ট্রাফিক এক্সিডেন্ট ডাটা অ্যান্ড ইউজ অব এনালাইসিস রেজাল্টস” বিষয়ের উপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির একজন সহযোগী অধ্যাপকের লেকচার এবং হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ। কর্মসূচিতে আরও অন্তর্ভুক্ত ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্র, হোন্ডা ইন্ডিয়া কর্তৃক পরিচালিত ট্রাফিক পার্ক এবং ট্রাফিক সিগন্যাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যগণ গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ডিএমপি হেডকোয়ার্টার্সে প্রকল্প পরিচালক, ডিআরএসপি- এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানের নিকট ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও যুগোপযোগী করার বিষয়ে ভারেতের হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে Adaptive Traffic Control System এবং Intelligent Transportation System সংযোজনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সকল অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হায়দ্রাবাদে উক্ত প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় প্রকল্প পরিচালক (ডিআরএসপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বলেন, প্রশিক্ষণার্থীদের হায়দ্রাবাদ থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ডিএমপির ট্রাফিক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে। তিনি ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে নগরবাসীসহ সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সভা শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রোজেক্ট এর আওতায় হায়দ্রাবাদ, ভারত হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষনার্থীগণের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সভায় জাইকা এক্সপার্ট টিমের নাও সুজিমুরা, সামনুম সুলতানা ও সুজানা আকিকোসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।