রাজধানীতে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

মো. সাইফুল ইসলাম:

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল  এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। আজ বুধবার (৫ জুলাই) নিউউ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি বলেন, ঈদপরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ঈদের ছুটি শেষে ঢাকামুখী পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার খবরে দেখা যাচ্ছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে। এরই পরিপেক্ষিতে র‌্যাব-২ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে।

এএসপি শিহাব করিম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় দুটি শিফটে বিশেষ রোবাস্ট প্যাট্রলের মাধ্যমে পর্যাপ্ত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।