রাজধানীতে নোটিশের পরেও অনিয়ম করে ভবন নির্মাণ, ভেঙে দিলো রাজউক

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

 

রবিবার (১৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে। অভিযান চলাকালীন লেবার ও এক্সেভেটর মেশিন দিয়ে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/২) ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনের দুই লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। এছাড়াও কয়েকটি ভবন মালিককে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দেওয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে ৩০০ টাকার নন – জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয়।

রাজউকের জোন ৬/২ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন , ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় কয়েকটি ভবনে আজ উচ্ছেদ অভিযান চলে। ভবন মালিকরা রাজউকের নকশা নিয়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছে। প্রাথমিক ভাবে তাদের কয়েক বার লিখিতভাবে সতর্ক করলেও তারা রাজউকের নকশা মানেননি। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে জেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

রাজধানীর ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

 

রবিবার (১৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে। অভিযান চলাকালীন লেবার ও এক্সেভেটর মেশিন দিয়ে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/২) ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনের দুই লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। এছাড়াও কয়েকটি ভবন মালিককে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দেওয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে ৩০০ টাকার নন – জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয়।

রাজউকের জোন ৬/২ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন , ডেমরা আমুলিয়া এবং পূর্ব দূর্গাপুর এলাকায় কয়েকটি ভবনে আজ উচ্ছেদ অভিযান চলে। ভবন মালিকরা রাজউকের নকশা নিয়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছে। প্রাথমিক ভাবে তাদের কয়েক বার লিখিতভাবে সতর্ক করলেও তারা রাজউকের নকশা মানেননি। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে জেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।