আমিনুল ইসলাম বাবু:
রাজধানীতে বিষপানে শারমিন আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা মেডিকেল থেকে নিহতের কথিত স্বামী আল আমিনকে (২০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ বুধবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই সুমন মিয়া জানান, তিনি তার বোন শারমিনকে নিয়ে সপরিবারে কদমতলীর পাটেরবাগ এলাকায় ভাড়ায় থাকেন। তিনি আরও জানান, তার বোনের সঙ্গে একবছর যাবৎ আল আমিন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর কাবিননামা রেজিষ্ট্রেশন না করেই একমাস পূর্বে মৌখিকভাবে কালেমা পড়ে বিয়ে করেন তারা। কথিত স্বামী আল আমিনকে মেয়ের বাড়ি থেকে বলা হয়, তার বাবা-মাকে নিয়ে আসতে, পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেয়া হবে।
নিহত শারমিনের ভাই সুমন মিয়া আরও বলেন,
ছেলের পরিবার আমাদের এ প্রস্তাবে রাজি না হওয়ার বিষয়টি মেয়ের পরিবারকে জানায় আল আমিন। এসব শুনে আমার বোন শারমিন বিষপান করে অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানতে পেরে কথিত স্বামীসহ মৃতের স্বজনরা শারমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাত সোয়া ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তার নিথর দেহ পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
রাতে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে কথিত স্বামী আল আমিনকে আটক করা হয়েছে। আটক আল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামে। তার বাবা ওই গ্রামের ওয়ার্কশপ শ্রমিক আবুল কালাম। সে একমাস যাবৎ একটি মসজিদের খাদেমের কাজ করতো। অপরদিকে নিহত শারমিন ছিলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দেলাপাড়া গ্রামের রিকশা চালক সাহিদুল এর মেয়ে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।