আমিনুল ইসলাম বাবু:
রাজধানীতে এসপিবিএন এর ব্যারাক থেকে মো. মোতালেব (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া।
তিনি জানান, আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে খবর পেয়ে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় স্পেশাল প্রটেকশন ব্যাটেলিয়নের (এসপিবিএন) ব্যারাক থেকে মো. মোতালেব (৩৫) নামে এএসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওসি মাহফুজুল হক ভূঁইয়া জানান, নিহত মো. মোতালেব পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে স্পেশাল প্রটেকশন ব্যাটেলিয়নের (এসপিবিএন) হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। আজ সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপরও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।