রাজধানীতে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম :

ঈদের আমেজের কাছে হার মেনেছে ঝুম বৃষ্টি। রাজধানীতে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ গ্রহণ করেন। নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ।

এর আগে বৃ‌ষ্টি উপেক্ষা করে সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিন‌টি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।

এদিকে ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। ঈদগাহ ময়দানের প্রবেশ মুখে রয়েছে র‌্যাব-পুলিশের কঠোর নজরদারি।

মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন তারা।