নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এসময় তাদের কাছ থেকে এক কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২.৫ লিটার দেশিমদ ও ৩৫ লিটার দেশীয় মদের কাঁচামাল উদ্ধার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রুজু হয়েছে।