রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

সাইফুল ইসলাম:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি এবং সেবনের অভিযোগে চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি মো. মাজহারুল ইসলাম ওরফে সোহেলসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মোবাইল সেট জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে ২১ হাজার ৩৯২ পিস ইয়াবা, ১০২.৫ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এদিকে মাদক উদ্ধারের একটি ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান নিউজ পোস্টকে বলেন, গতকাল রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে মতিঝিল থানার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারি মাজহারুলকে গ্রেফতার করি। তখন মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও ১টি মোবাইল সেট জব্দ করেছি। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৫টি মামলা রুজু হয়েছে। ওই মামলায় গ্রেফতারদের আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের এডিসি কে. এন. রায় নিয়তি।