রাজধানীতে মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

সেলিনা আক্তার:

 

রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হলো মার্কেট রিসার্চ কনক্লেভ ২০২৫। গবেষণা প্রতিষ্ঠান ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড এ কনক্লেভের আয়োজন করে। এতে বহুজাতিক কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি প্রতিনিধি, এবং খাত সংশ্লিষ্ট নানা স্তরের বিশেষজ্ঞরা অংশ নেন।এ কনক্লেভের মূল প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব ইনসাইটস : ব্রিয়িং ট্রেডিশনাল অ্যান্ড ডিজিটাল এজ।’

দিনব্যাপী আয়োজনে ছিল একাধিক প্যানেল আলোচনা, কী-নোট সেশন এবং ইন্ডাস্ট্রি কেস প্রেজেন্টেশন। কনক্লেভে অংশ নেন দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মার্কেটিং বিভাগ প্রধান, গবেষণা ও স্ট্র্যাটেজি পেশাজীবী, উন্নয়ন খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পাশাপাশি অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও তরুণ উদ্ভাবকরা।

সূচনা বক্তব্যে ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ডিরেক্টর (ইনোভেশন অ্যান্ড ইনসাইটস) জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা বিশ্বাস করি, ইনসাইট মানেই শুধু তথ্য নয়, এটি সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত। এই কনক্লেভের মাধ্যমে আমরা একটি কোলাবোরেটিভ স্পেস তৈরি করতে চাই, যেখানে ইনোভেশন, ডেটা, ও স্ট্র্যাটেজির সংমিশ্রণে গঠিত হবে ভবিষ্যতের গবেষণা নকশা।

‘উইনিং কনজুমার অ্যাটেনশন ইন অ্যা নইজি ওয়ার্ল্ড’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কনক্লেভের মূল কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত তরুণ ও উদীয়মান পেশাজীবীরা।কনক্লেভের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্যে ডাটাস্কেপ একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় গবেষণা ও ইনসাইট নির্ভর নেতৃত্ব বিকাশে ডাটাস্কেপের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটাস্কেপের হেড অব মার্কেট রিসার্চ ও ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।

পরে একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন দেশের কর্পোরেট ও একাডেমিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা। আলোচনায় যুক্ত ছিলেন তানভীর আনোয়ার, হেড অব মার্কেটিং, ডাবর বাংলাদেশ; ভাস্কর কুমার দে, হেড অব মার্কেটিং, গোদরেজ বাংলাদেশ; প্রফেসর ড. শেখ মোহাম্মদ রফিউল হক, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মাহমুদুন নবী, পরিচালক, ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসাল্টেন্সি লিমিটেড। এই সেশন সঞ্চালনা করেন মীর শাহাদাত হোসেন, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন শামিম জামান, মার্কেটিং ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ।

আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে ডাটাস্কেপের পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের নিয়ে ‘স্মার্ট প্যানেল’ এর যাত্রা ঘোষণা করা হয়।

ডেটাস্কেপের পরিচালক আবদুল্লাহ আল মামুন, মেহেদি হাসান, হাবিবুর রহমান এবং জুলফিকার মইন (ডেপুটি ডিরেক্টর) অতিথিদের হাতে অনুষ্ঠানের ক্রেস্ট তুলে দেন।