এসএম দেলোয়ার হোসেন:
রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলেন পরিবহন শ্রমিকসহ আশপাশের লোকজন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ২৩মিনিটের দিকে রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুরের কল্যাণপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ার ফাইটাররা পৌঁছানোর আগেই পরিবহন শ্রমিকসহ স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে বাসের ভেতরের বেশকিছু আসন আগুনে পুড়ে ক্ষতিসাধন হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।