রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা: সহপাঠীসহ ৬ জন এক দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

পূর্ব বিরোধের জেরে রাজধানীর শাহজাহানপুরে শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাতকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তার দুই সহপাঠীসহ ৬ জনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন, শামস তাবরীজ শাফি (১৮) ও মেজবাহুন নবী তম্ময় (১৭), আল-মাহমুদ সিয়াম ওরফে প্রান্ত (১৮), মৃদুল ওরফে ফ্লেজান (১৮), হাসান (১৭) ও হোসেন (১৭)। ইসমাইল ফরিদপুর টেক্সটাইল পলিটেকনিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাহজাহানপুর থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান এ তথ্য জানান।বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা ও দায়রা জজ শামসুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মেহেদী হাসান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।ইসমাইলকে হত্যার ঘটনায় তার বাবা মো. বেলায়েত হোসেন ১৯ নভেম্বর শাহজাহানপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২-১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজারবাগ স্কুলে পড়ার সময় শামস তাবরীজ শাফি ও মেজবাউন নবী তন্ময়ের সঙ্গে ইসমাইল হোসেনের বিরোধ ও ঝগড়া হয়। এ বিরোধের জের ধরে সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে শান্তিবাগ ৪০নং ভবনের সামনে ইসমাইলের উপরে হামলা করে এজাহারনামীয় আসামিরা। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন ঘাতককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরের দিন ডাক্তার ইসমাইলকে মৃত ঘোষণা করে।