রাজধানীতে সহিংসতার ঘটনায় ১৩১ মামলায় গ্রেফতার ১৮১৩

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

সাইফুল ইসলাম:
চলতি বছরের গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে  বিএনপির ডাকা মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৩১টি মামলা হয়েছে। পৃথক এসব মামলায় গতকাল শুক্রবার (১০ নভেম্বর)  পর্যন্ত ১ হাজার ৮১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে গতকাল শুক্রবার (১০ নভেম্বর) পর্যন্ত ১ হাজার ৮১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন, ৮ নভেম্বর ৪১ জন, ৯ নভেম্বর ৩৭ জন, ১০ নভেম্বর ৩৯ জন। এর মধ্যে ডিএমপির মিরপুর বিভাগের ৩৯২ জন, লালবাগ বিভাগে ৩৩২ জন, ওয়ারী বিভাগে ৩৩৪ জনকে গ্রেফতার করা হয়।