রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ১৪ জনের নামে মামলা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুস সালামে শাহ আলম (৩০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। আজ রোববার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল বাশার।


তিনি বলেন, ১৪ জনের নাম উল্লেখসহ ৫/৭ জনকে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খান গ্র“প ও ইসলাম গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্র“পের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুরুতর আহত হন। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম দারুস সালাম থানা এলাকার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।