সাইফুল ইসলাম:
রাজধানীতে চিহ্নিত ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিলের একটি চালান উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল ও মো. স্বপন। আজ সোমবার (২ অক্টোবর) সকালে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান।
তিনি জানান, গতকাল রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদে ঢাকা মহানগর বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালায় ডিএমপির ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর দেহ তল্লাশি চালানো হয়। তখন তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চিহ্নিত ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তা মো. এরশাদুর রহমান আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। ওই মামলায় আজ সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।