রাজধানীতে ৩২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

সাইফুল ইসলাম:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধারমূলে জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১ আগষ্ট) সকালে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (৩১ জুলাই) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চিহ্নিত ৩২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তখন তাদের হেফাজত থেকে ১০৫ কেজি গাঁজা, ১ হাজার ৪০৫ পিস ইয়াবা ও ২১০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে। পৃথক এসব মামলায় গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার ১ (আগষ্ট) দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মো. ফারুক হোসেন।