সাইফুল ইসলাম:
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন, মো. রানা, মো. সাইফুল বয়াতী ও মো. মঞ্জুরুল ইসলাম। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গত সোমবার (২৮ আগস্ট) রাত ১১:৫৫ টায় গোপন সংবাদে থানা পুলিশের একটি দল জানতে পারে- বনানী থানার দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তায় কতিপয় লোকজন অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মনির, রানা, সাইফুল ও মঞ্জুরুলকে গ্রেফতার করা হয়। তখন তাদের হেফাজত থেকে ১টি ছুরি, ২টি চাকু, ১টি লোহার রড ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।