রাজধানীর একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তাদের লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বেশ কিছু আলামত সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) প্রথম প্রহরে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাদ আলী।

তিনি বলেন, রোববার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২ টার দিকে হাজারীবাগ থানাধীন কালুনগর এলাকার একটি ফ্ল্যাটে রহস্যজনক এ ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে নাসরিন নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তার দেহ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জেসমিনের মরদেহ  ঘটনাস্থলে ছিল।

ওসি আহাদ আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখন জীবিত ছিলেন। এরপর তাকে বাঁচানোর জন্য স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

ওসি আরও জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি। তবে নিহতদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড় বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তাদের মাসহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এই দুই বোনের বয়স ৩০ পেরোলেও তাদের বিয়ে হয়নি। এ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি আহাদ আলী। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  বিষয়টির তদন্ত চলছে বলেও জানান ওসি আহাদ আলী।