রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিন জন যাত্রী নিহত, আহত ২

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

সাইফুল ইসলাম :

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিন জন যাত্রী নিহত হয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে ডেমরা থানার পাইটি নামক এলাকায় আসিয়ান নামে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ছয়জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের নামপরিচয় এখনো জানতে পারিনি। তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭) ও অজ্ঞাত পুরুষ (২৬)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, লেগুনার সঙ্গে ডেমরা-গুলিস্তান পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন মারা গেছে বলে খবর পেয়েছি। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পোদ্দার জানান, লেগুনাতে ১২ থেকে ১৩ জন মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আমরা গুরুতর আহত পাঁচ জনকে ঢামেক হসপাতালে পাঠিয়েছি। সেখানে তিনি জন মারা গেছেন, আর দুজনের অবস্থাও গুরুতর। বাকি যাত্রীরা কোথায় গিয়েছে, খবর নেওয়া হচ্ছে।