বিনোদন ডেস্ক
গত কয়েক দশকে বলিউডের অনেক তারকাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে দেখা গেছে। যাদের মধ্যে সাংসদ থেকে শুরু করে মন্ত্রীর আসনে বসার সৌভাগ্যও হয়েছে কয়েকজনের। অগ্রজ সেইসব অভিনেতা-অভিনেত্রীর পথ অনুসরণ করে রাজনীতির ময়দানে পা রাখতে যাচ্ছেন উর্বশী রাউতেলা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী রাউতেলা। সেখানেই এই বলিউড তারকা দাবি করেছেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর টিকিট। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কিনা, তা নিয়ে ভাবনায় পড়েছেন।
এদিকে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে অনুরাগীদের উদ্দেশে তাঁকে বলতে দেখা গেছে, ‘রাজনীতিতে পা রাখব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।’
ভিডিওতে উর্বশীর এমন অনুরোধ হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনদের। বলিউড বাসিন্দারাও মেতে উঠেছেন আলোচনা-সমালোচনায়। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কী নামব না।’
অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটে আছেন।
রাজনীতিতে আসুন বা না আসুন, ক্যামেরার সামনে না দাঁড়িয়ে উপায় নেই উর্বশীর। কেননা এ মুহূর্তে তাঁর আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর তাঁর অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়াও রাম পোথিনেনির সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে একটি প্যান-ইন্ডিয়ান সিনেমায়। বলিউড ছাড়াও হলিউডে অভিনেত্রী হিসেবেও অভিষেক হতে যাচ্ছে উর্বশীর। বিশ্বনন্দিত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’ অবলম্বনে নির্মিত ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় অভিনয় করছেন এই বলিউড হার্টথ্রব অভিনেত্রী