
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য বলেছেন, রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়। এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে, সে জায়গাগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিন তাপপ্রবাহে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার জন্য ছাউনি, চেয়ার এবং কোমল পানীয় বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তরুণ এই রাজনীতিবিদ আরও বলেন, মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিভাবকদের জন্য নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল, চট্টগ্রাম মডেল স্কুল, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও সিএমপি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।