রাজবাড়ীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১০ আসামি গ্রেপ্তার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাজবাড়ী প্রতিনিধি;
রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের মো. লিটনের ছেলে মো. অনিক (২১), একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. রফিক (৪৫), মো. মোকছেদের ছেলে মো. আলমগীর (৪৫), সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জৌকুড়া গ্রামের মৃত খবির উদ্দিন বিশ্বাসের ছেলে মো. আব্দুল খালেক বিশ্বাস (৫২), সদর উপজেলার শহীদ ও হাবপুর ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. সাঈদ খান (৫০) ও মো. শাহিন খান (৪৫), একই ইউনিয়নের গোয়ালন্দমোড় আহলাদিপুর গ্রামের আ. খালেক সরকারের ছেলে মো. রাজন সরকার (২৩) ও সিআর মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মো. ফরিদ শেখের ছেলে মো. হৃদয় শেখ, সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সদর উপজেলার জালদিয়া গ্রামের মো. ছালাম সেকের ছেলে মো. জাকির হোসেন সেক ও সদর উপজেলার দাদশী ইউনিয়নের নুরপুর নতুন মাঠপাড়া গ্রামের মো. আজিজ শেখের ছেলে মো. আতিয়ার রহমান। সব আসামিকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ২৫ জানুয়ারি ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি, সি আর মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব আসামিকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।